পরপারে অ্যালেক্সেই লিওনোভ

১৪ অক্টোবর, ২০১৯ ১৩:৫০  
আজ থেকে ৫৪ বছরেরও বেশি সময় আগের কথা। ১৯৬৫ সালের ১৮ মার্চ প্রথম ব্যক্তি হিসেবে মহাশূন্যে হাঁটেন সোভিয়েত ইউনিয়নের নভোচারী অ্যালেক্সেই লিওনোভ। রাশিয়া তথা বিশ্বে এমনকি যুক্তরাষ্ট্রেও একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে পরিচিত তিনি। ৮৫ বছর বয়সে মস্কোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাশিয়ার স্পেস এজেন্সি রস্কোস্মোস শুক্রবার নিজেদের ওয়েব সাইটে অ্যালেক্সেই লিওনোভে মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। লিওনোভের মৃত্যুতে শোক প্রকাশ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি সত্যিকারের একজন নায়ক।